তাহিরপুরে বৌলাই নদীতে নিখোঁজ মেস্তুরীর মরদেহ উদ্ধার

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে পর্যটক পরিবহনকারী নৌকায় বিদুৎ পৃষ্ট হয়ে নিখোঁজ জানে আলম জিন্টু(৪০)লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার দুপুর ৩টা ২০মিনিটে ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জানে আলম উপজেলার সদর ইউনিয়ন উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর পূর্বে শনিবার দুপুরে ১২টায় উপজেলার রতনশ্রী ও শুবলারগাও গ্রামের মধ্যে বৌলাই নদীতে ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় বিদুৎ পৃষ্ট হয়ে মোঃ নুর আলম(৩০), ইয়াজুল হক(৫৬), উসাস মিয়া(২০) জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতক্ষদর্শী মোঃ নুর আলম ও স্থানীয় বাসিন্দা সেলিল আখুঞ্জি জানান,উপজেলার সদর ইউনিয়ন ইউনিয়নের আখুঞ্জি বাড়ির সামনে পর্যটক পরিবহনকারী নতুন একটি নৌকা তৈরী করে শেষ করে। সকালে জানে আলম জিন্টু সহ ৫-৬জন নতুন নৌকা তৈরী করে মেশিল লাগিয়ে পরীক্ষা করার জন্য বের হয়ে বৌলাই নদী দিয়ে শুভলারগাও গ্রামের দিকে যায়। পরে আবারও তাহিরপুর সদরে আসার পথে নৌকার উপরে ছিল জানে আলম জিন্টু এ সময় রতনশ্রী ও শুবলারগাও গ্রামের মধ্যে বৌলাই নদীর মধ্যে টানানো পল্লী বিদ্যুৎতের ঝুলে থাকা তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নদীতে পরে যায় জানে আলম জিন্টু। এসময় মোঃ নুর আলম(৩০), ইয়াজুল হক(৫৬), উসাস মিয়া(২০) জন আহত হয়েছে। গুরুত্ব আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন এই ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান,ঘটনাটি খুবেই দুঃখ জনক। স্থানীয় লোকজন নিয়ে জাল ফেলে চেষ্টা করে পরে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জানে আলম জিন্টু কে ঘটনাস্থল থেকেই উদ্ধার ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,পাশা পাশি ডুবুরি দল সুনামগঞ্জ থেকে এসেছে উদ্ধার কাজ পরিচলনা করছে।
তাহিরপুর পুলিশ সার্কেল শাহিদুর রহমান জানান,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা করি। সুনামগঞ্জ থেকে ডুবুরি দল নেতা মোঃ কবির হোসেন নেতৃত্ব ৬ জনের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে নিখোঁজ জানে আলম এর লাশ উদ্ধার করা হয়েছে।