সিলেটে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আ’লীগের ‘তারুণ্যের জয়যাত্রা,’ সর্তক পুলিশ
সিলেটে আজ রবিবার (৯ জুলাই) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের সমাবেশ’। অন্যদিকে রেজিস্টারি মাঠে দুপুর ৩টার দিকে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে পালটা সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশকে ঘিরে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক স্থানীয় পুলিশ প্রশাসন। সমাবেশকে কেন্দ্র করে নগরীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট নগরীতে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
আর ‘তারুণ্যের সমাবেশ’ বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।