হবিগঞ্জে এক সপ্তাহে হাসপাতালে ২১ ডেঙ্গু রোগী

দৈনিকসিলেট ডটকম :
হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বাড়ছে এডিস মশার উপদ্রব। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত সাত দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ রোগী।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার। তিনি জানান, এরই মধ্যে আক্রান্তদের ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
আমিনুল হক সরকার বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা নিশ্চিতে সার্বিক ব্যবস্থা রয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ সময় হাসপাতালের সংশ্লিষ্টরা এডিস মশার প্রজনন এবং ডেঙ্গুর সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।