সিলেটে তারুণ্যের সমাবেশ শুরু
দৈনিকসিলেট ডটকম :
সিলেটে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশের মূল পর্ব শুরু হয়েছে। রোববার (৯ জুলাই) বেলা ৩টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় তারুণ্যের সমাবেশের মূল পর্ব।
বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন স্থানীয় নেতৃবৃন্দও।
এর আগে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন।
নগরীর বিভিন্ন স্থানে অবস্থান শেষে বেলা ২টার পর থেকে তারা মিছিল সহকারে সমাবেশস্থলের দিকে যান। একাধিক মিছিলে নেতাকর্মীদের গায়ে কাফনের সাদা কাপড়ও দেখা গেছে। কাপড়ে ‘খালদা জিয়া ও গণতন্ত্র মুক্তি পাক’ লেখা রয়েছে।
সমাবেশে যোগদানকারীদের অনেকে বিভিন্ন রঙের গেঞ্জি ও টুপি পরেছেন। বিভিন্ন উপজেলা থেকে সংশ্লিষ্ট নেতাদের নেতৃত্বে এসব মিছিল নগরীতে প্রবেশ করে দুপুরের পর।
সমাবেশে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দুপুরে শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নামাজ আদায় করেন।