সিলেটে তারুণ্যের সমাবেশের মঞ্চে মির্জা ফখরুল

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের তারুণ্যের সমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মঞ্চে রোববার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় তিনি আসন গ্রহন করেন।
এর আগে বেলা পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়েছে। বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সমাবশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আলিয়ার মাঠের ‘তারুণ্যের সমাবেশে’ কয়েক হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন।
রোববার বিকেলে সমাবেশ শুরু কথা থাকলেও সকাল থেকেই মাঠে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্য বিশাল মাঠের একাংশ নেতাকর্মীদের পাদচারণায় মুখর হয়ে উঠেছে। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের প্রবেশ করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও দূব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ নানান দাবিতে স্লোগান দেয়া হয় সমাবেশ প্রাঙ্গণ থেকে। এছাড়া নেতাকর্মীদের গায়ে কাফনের সাদা কাপড়ও দেখা গেছে। কাপড়ে ‘খালদা জিয়া ও গণতন্ত্র মুক্তি পাক’ লেখা রয়েছে। সমাবেশে যোগদানকারীদের অনেকে বিভিন্ন রঙের গেঞ্জি ও টুপি পরেছেন। বিভিন্ন উপজেলা থেকে সংশ্লিষ্ট নেতাদের নেতৃত্বে এসব মিছিল নগরীতে প্রবেশ করে দুপুরের পর।
এদিকে সমাবেশ ঘিরে নগরীজুড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবেশদ্বার এবং গৃরুত্বপূর্ণ স্পটগুলোতে রয়েছে পুলিশ। পোশাকি ছাড়াও সাদাপোশাকে সতর্ক অবস্থায় রয়েছে তারা।