রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রথম ক্লাব মিটিং সম্পন্ন

দৈনিক সিলেট ডট কম
রোটারী ক্লাব অব সিলেট সিটির রোটাবর্ষ-২০২৩-২৪ এর প্রথম ক্লাব মিটিং সম্পন্ন হয়েছে। গত ৮ জুলাই শনিবার বাদ মাগরিব নগরীর একটি অভিজাত হল রুমে প্রথম ক্লাব মিটিং অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি গর্ভনর রোটারিয়ান মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ, এমসি। বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান নুরুর রহমান, পিপি রোটারিয়ান এ.কে.এম কামারুজ্জামান মাসুম, পিপি রোটারিয়ান আমিনুল ইসলাম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মাসুক আহমদ, ট্রেজারার রোটারিয়ান আব্দুল্লাহ আল মাহবুব, রোটারিয়ান তাসলিমা বেগম, রোটারিয়ান রোকিয়া সুলতানা, রোটারিয়ান নেছার আহমদ, রোটারিয়ান আশরাফ আহমদ, রোটারিয়ান ডাঃ এনামুল হক প্রমুখ।
সভার শুরুতে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।