সোনালী ব্যাংকের জামালগঞ্জ শাখার কার্যক্রম নতুন ভবনে উদ্বোধন
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংক শাখার ব্যাংকিং সেবায় আধুনিক ও আরো গতিশীল করতে জামালগঞ্জ শাখার নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সোনালী ব্যাংক জামালগঞ্জ শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন শেষে সোনালী ব্যাংক ম্যানেজার (এসপিও) সত্যজিৎ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য। সোনালী ব্যাংক কর্মকর্তা মো: মামুন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী জেনারেল ম্যানেজার আজিজুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সুনামগঞ্জ জেলার প্রিন্সিপাল অফিস (এসপিও) মো: আতিকুল ইসলাম,আবু সাইদ সরদার, ছাতক শাখার ম্যানেজার (এসপিও) সুমন ভট্রাচার্য, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোশ চন্দ্র তালুকদার।
অন্যদের মাঝে বক্তব্য দেন গ্রাহক মো: শহীদুল ইসলাম, ভবন মালিক মো: শফিকুর রহমান, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুজীত চন্দ্র দে, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকারের উন্নয়ন মূলক কাজের সাথে সোনালী ব্যাংক আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। জামালগঞ্জের সোনালী ব্যাংকের গ্রাহক দিন দিন বাড়ছে। এই অবস্থানকে ধরে রাখতে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন। আপনাদের সহযোগীতা আর আমাদের সেবায় এই ব্যাংকটি সফলতার দিকে এগিয়ে যাবে।
উল্লেখ্য সোনালি ব্যাংক জামালগঞ্জ শাখা জামালগঞ্জ মধ্য বাজার থেকে স্থানান্তর করে বর্তমানে সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শফিকুর রহমানের নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।