জামালগঞ্জে মেছো বাঘ উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লোকালয় থেকে একটি মেছো বাঘ আটক করে স্কুল কলেজের ছাত্ররা। শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রাম থেকে মেছো বাঘটি আটক করে গণমাধ্যম কর্মীর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রাণাকে জানান। তিনি উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে গণমাধ্যম কর্মীর মাধ্যমে ছেলেরা প্রানী সম্পদ কর্মকর্তার নিকট বাঘটি হস্তান্তর করেন।
উপজেলার আলা উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র জনি, ইমরান, আদিল জানান শনিবার বিকালে এলাকায় একটি মেছো বাঘ ডুকে পড়লে পুরো এলাকায় আতংকে ছড়িয়ে পরে। আমরা খবর পেয়ে গ্রামবাসীর সহযোগীতায় বাঘটিকে আটক করি। পরে সিনিয়র সাংবাদিকের মাধ্যমে ইউএনও স্যারকে জানালে তিনি উপজেলা প্রানী সম্পদ অফিসারের নিকট দিতে বলেন।
উপজেলা প্রানী সম্পদক কর্মকর্তা ডা: আবুল কাসেম বলেন, ইউএনও স্যারের নির্দেশে বাঘটিকে আমার অফিসে রাখা হয়। দুপুরে সুনামগঞ্জ বণবিভাগ কার্যালয় থেকে আব্দুল হক নামের একজন লোক এসে বাঘটিকে নিয়ে যায়।
এব্যাপারে সুনামগঞ্জ বনবিভাগ কর্মকর্তা সাদ উদ্দিন আহম্মদ বলেন জামালগঞ্জে স্থানীয়দের আটক করা মেছো বাঘটি আমার অফিসের লোকজনের মাধ্যমে আনা হয়েছে। এটিকে ঔষধপত্র খাওয়ায়ে মৌলভী বাজার বন্যপ্রাণী বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।