তাহিরপুরে চার লাখ টাকা বালু নিলামে বিক্রি, ড্রেজার আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহরাম ও যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তেলন করার দায়ে বালুভর্তি ৩টি ভলহেড, ৪টি ছোট নৌকাসহ ড্রেজার আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
রবিবার ভোর রাত ৩টায় মাহারাম নদী ও যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।
এসময় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈয়দ ইফতেখার হোসেন,এসআই আল আমিন।
পরে দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক বালু তিন লাখ ৯০ হাজার(ব্যাট টেক্সসহ) টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। একেই সাথে তিনটি নৌকাকে জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, রাতে একটি চক্র মাহারাম ও যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার (শ্যালু) মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। সংবাদ পেয়ে এসব আটক করে জরিমানা করার পর নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।