শাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) প্রায় দুই দশক পর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: কবির হোসেন।
সোমবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা: রোখছানা বেগম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩(১) অনুযায়ী শাবি’র অধ্যাপক ড. মো: কবির হোসেন কে পাঁচ শর্তে চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এ নিয়োগ যে কোনো সময় বাতিল করতে পারবেন।
নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো: কবির হোসেন বলেন, আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দান করায় মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আজ থেকেই যোগদান করব। এ পদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।