নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠল শ্রমিকের মরদেহ

মোঃ শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
অবশেষে নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জিরো পয়েন্ট সাদাপাথরে ধলাই নদের উৎসমুখে নৌকাডুবিতে নিখোঁজ অফিক মিয়ার (৪৩) লাশ। সোমবার ভোর ৫টায় ভোলাগঞ্জ রোপওয়ে মসজিদের পূর্বদিকে ধলাই নদে লাশটি ভেসে ওঠে।
নিহত অফিক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে অফিক মিয়াসহ চারজন সাদাপাথর এলাকায় পাথর আনতে যান। এসময় পাথর বোঝাই নৌকা প্রবল স্রোতে ডুবে গেলে অন্য তিনজন সাঁতরে পাড়ে উঠলেও তিনি তলিয়ে যান। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে ৩ দিন পর নিখোঁজ ব্যক্তির লাশ ধলাই নদে ভেসে উঠে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।