সাংবাদিক একরাম’র পিতা গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া প্রার্থী
দৈনিক আমাদেরসময়, শ্যামল সিলেট এর ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবে সদস্য ও সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য মো. একরাম হোসেন এর পিতা হাজী সুলতান মিয়া বাদশা গুরুতর অসুস্থ হয়েছেন। তাকে সিলেট আল রায়হান হসপিটাল মধুশহীদ এ ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার মো: একরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কিছুদিন যাবৎ তার পিতা বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ কসকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিলেট আল রায়হান হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক মো: একরামের পিতার আশু রোগমুক্তি কামনা করেছেন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।