কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গুরুতর অসুস্থ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এর রোগমুক্তি কামনায় মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আব্দুল কাইয়ুম চৌধুরীর আশু সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, আহসান মাহবুব, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিসবাউর রহমান, সাইফুল আলম কোরেশি, নুরুল আমিন প্রমুখ।