জৈন্তাপুরে নির্মিতব্য মসজিদে প্রবাসী জাবেদের ইট উপহার

দৈনিকসিলেটডটকম
জৈন্তাপুর উপজেলার দিগারাইল গ্রামে নব নির্মিতব্য ঈদগাহ মসজিদে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক,ব্যবসায়ী ও সংগঠক জাবেদ আহমদ ইট উপহার প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে মসজিদের উদ্যোক্তা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দের কাছে এগুলো হস্তান্তর করেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল ও সংগঠক খালেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী মুসা মিয়া,কণু মিয়া,রফিকুল ইসলাম, মাওলানা নুর মিয়া,মো.ফয়জুর রহমান,শফিকুল ইসলাম, আলমাস মিয়া, আলকাছ উদ্দিন, জহির উদ্দীন,দুলাল আহমদ প্রমুখ।উল্লেখ্য, জাবেদ আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটের কন্ঠের প্রধান সম্পাদক।