শাবি শিক্ষার্থীদের নিরাপত্তায় সবসময় পরিচয়পত্র রাখতে ‘বিজ্ঞপ্তি’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও বহিরাগত প্রবেশ সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে সব সময় যার যার নিজস্ব পরিচয় পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার(১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: ফজলুর রহমান ডেইলি বাংলাদেশ কে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোন সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী পরিচয়পত্র ব্যবহার করবে। তাছাড়া এটি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটা প্রমাণ। এর প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়।