সিলেটে ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের আহ্বানে ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতাদের সাথে।
বৈঠকে জেলা প্রশাসক পরিবহন শ্রমিকদের দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
দুই দাবিতে বুধবার (১২ জুলাই) ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলো জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।