আয়ারল্যান্ড প্রবাসীর নববধূ সিলেট নগরী থেকে নিখোঁজ

দৈনিকসিলেটডেস্ক
আয়ারল্যান্ড প্রবাসীর এক নববধূ সিলেট নগরী থেকে নিখোঁজ হয়েছেন। এ নিয়ে স্বামী পরিবার পরিজনদের মধ্যে উদ্বেগ এবং উৎকন্ঠা বিরাজ করছে।
নিখোঁজ নববধূর নাম তানিয়া আক্তার ইমা (২১)। এ ব্যাপারে স্বজনরা থানায় জিডি করলেও গত দুই সপ্তাহে কোনো সন্ধান বের করতে পারেনি পুলিশ।
জিডি সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর একটি প্রতিষ্ঠানে আইইএলটিএস কোর্স করছিলেন তানিয়া আক্তার ইমা। গত ২৭ জুন ক্লাস করতে বাসা থেকে বের হবার পর আর বাসায় ফেরেননি।
তানিয়া আক্তার ইমার বিয়ে হয় বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামের মো. কলিম উদ্দিনের সঙ্গে। গত জানুয়ারিতে বিয়ের পর কলিম উদ্দিন স্ত্রীকে দ্রুত নিজের কাছে নিতে উদগ্রীব হয়ে উঠেন। আইইএলটিএস করতে ভর্তি করেন হেক্সাস মেজরটিলা শাখায়। তিনি চলে যান নিজ কর্মস্থল আয়ারল্যান্ড। ইমাকে রেখে যান তার বড়বোনের বাসায়, মেজরটিলায়। অবশ্য ইমার বড়বোনও সপরিবারে ওমান থাকেন। তবে তার ননদ বেদেনা বেগমের পরিবারের সাথে ইমা ভালোই ছিলেন। কলিম স্ত্রীর লেখাপড়াসহ যাবতীয় ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় খরচ নিয়মিত পাঠাতেন। ইমার সঙ্গে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের ভালো সম্পর্ক ছিল। অথচ হঠাৎ কী যেন ঘটে গেল। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে তার বাবা আব্দুস শুকুর গত ৪ জুলাই শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি করেন। কিন্তু এখন পর্যন্ত ইমার কোনো হদিস মিলছে না। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন। কেউ সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করারও অনুরোধ করেছেন।
এদিকে ইমা নিখোঁজের জিডির তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার এসআই আশীষ লাল দত্ত বলেন পুলিশ ইমার সন্ধানে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।