জগন্নাথপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হল রুমে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, বাস-পরিবহন মালিক সমিতির সভাপতি নিজামুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
এরআগে জগন্নাথপুর থানায় পুলিশের ডিউটির জন্য গাড়ি হস্তান্তর অনুষ্ঠিত হয়।
এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহে্র হাতে ভয়েস-অব জগন্নাথপুর-ইউ.কের অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে একটি পিকআপ টাটা গাড়ির চাবি হস্তান্তর করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি তৌফিক আলী মিনার।