তাহিরপুরে ঢলের পানি বৃদ্ধি, ডুবেছে সড়ক ও স্কুল
গত তিন টানা বৃষ্টি ও নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, বোলাই ও পাঠলাই নদীর পানি বেড়েছে। পানিতে ডুবেছে নিন্মাঅঞ্চলের সড়কসহ শিক্ষা প্রতিষ্ঠান।
খোঁজ নিয়ে জানাযায়,উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি আছে। গ্রামীণ সড়ক গুলো তলিয়ে গেছে। তাই বাধ্য হয়ে নৌকা দিয়ে জেলা ও উপজেলায় জরুরি কাজে,চিকিৎসার জন্য হাসপাতালে ও নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে হাট বাজারে যাচ্ছেন।
পানিতে ডুবে আছে তাহিরপুর-বাদাঘাট সড়ক ও তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের কৈয়ারকান্দা(১শত মিটার)সড়ক। এতে করে এই দুটি সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়া আমবাড়ি,আনন্দনগর লতিফপুর নিশ্চিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়াও বিন্নারবন,শান্তিপুর,পুরানঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ নিন্মাঅঞ্চলের ১০-১৫ বিদ্যালয়ে পানি কাছাকাছি থাকায় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিত এক বারেই কম,নেই বললেই চলে
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ জানান,আমার ইউনিয়ন হাওর বেষ্টিত। প্রতিটি গ্রামের চার পাশেই পানি। গত তিন দিনে টানা বৃষ্টি ও নেমে আসা পাহাড়ি ঢলের পানি আরও বৃদ্ধি পাওয়া বাড়ি ঘরের কাছাকাছি চলে এসেছে।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের জানান,উপজেলার কয়েকটি বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান,গত দু দিন বৃষ্টি ও পাহাড়ী ঢলে পানি কিছু টা বৃদ্ধি পেয়েছে তবে বন্যার আশংকা নেই। তাহিরপুর সুনামগঞ্জ সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।