নতুন উপ-উপাচার্যের সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: কবির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দ । বুধবার (১২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর প্রো-ভিসি’র কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আমাকে নিয়োগ দান করায় মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার মেয়াদকালে যথাযথভাবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, আমি এই গুরুভার দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,গবেষণায়,অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক বিষয়ে সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অতীতের ন্যায় আগামীতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাবে শাবি প্রেসক্লাব। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান,সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র,কোষাধ্যক্ষ হাসান নাঈম,দপ্তর সম্পাদক জুবাইদুল হক রবিন,কার্যকরী সদস্য শাদমান শাবাব, তানভীর হাসানসহ অন্যান্য সদ্যসরা উপস্থিত ছিলেন। এসময় নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।