দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বাবুলের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের জামালগঞ্জে স্বজন সমাবেশের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় জামালগঞ্জ প্রেসক্লাবে দৈনিক যুগান্তর জামালগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের সদস্য সচিব মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ ও আব্দুল আহাদ।
এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের বর্নাঢ্য জীবন নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, সদস্য দিল আহমেদ প্রমুখ, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আওয়াল, উপজেলা কৃষকলীগের সভাপতি জালাল মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, ইউপি সদস্য বাবুল মিয়া, জুয়েল মিয়া প্রমূখ।
এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন।