শাবির প্রথম ছাত্রী হলের প্রভোস্ট বডিতে নতুন চার মুখ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নতুন চার শিক্ষক। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি শাহলা সাফওয়াত রাভী, প্রভাষক শতপনা দাস, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রভাষক অপরাজিতা দাস তৃষা ও বাংলা বিভাগের প্রভাষক মাফরুজা আক্তার। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।