হাইকোর্টের নির্দেশ: শিক্ষক সিদ্দিকুর রহমানকে পূনঃবহাল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে অবশেষে হাইকোর্টের নির্দেশে ও এলাকাবাসী এবং ছাত্র জনতার চাপে পূনঃবহাল করেছে ম্যানেজিং কমিটি। বৃহস্পতিবার(১৩ জুলাই)দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সুয়েব আহমেদসহ সকল সদস্যগন প্রধান শিক্ষকের চেয়ারে বসায় সিদ্দিকুর রহমানকে।
এসময় বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন,বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ নুরুল আমিন,হারুন মাষ্টার,মোঃ ফেরদৌস আলম,এডভোকেট ফয়সল আবেদিন সেনা,বালিজুরী ইউপি প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,সাবেক মেম্বার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার,সাবেক মেম্বার ফারুক আহমেদ, গুলেনুর খাঁ,কামরুল ইসলাম,কাউসার বক্স তালুকদার,ছয়ফুল আলম,সাকায়াত হোসেন,সাইদুল ইসলাম,সুহেল আহমেদ,সুহেল আলম,সাবেক ছাত্র সামায়ুন রাশেদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ,ছিদ্দিকুর রহমান বালিজুরী হাজী এলাহী বক্স হাই স্কুলে ১৮ বছর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষক হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৭ সালে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে তাঁকে চাকুরীচুত করা হয়।চাকুরিচ্যুত হওয়ার পর প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিগত ০৪/০২/২০১৮ ও ০১/০৮/২০১৮ তারিখে ১০ দিনের মধ্যে ছিদ্দিকুর রহমানকে স্বপদে পুনঃবহালের জন্য ২টি আদেশ দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। কমিটি সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির শেষে আদালত বোর্ডের আদেশের পক্ষে রায় দেন। এর পর কমিটির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করলে গত ২৩ জুন, ২০২৩ খ্রি. সভাপতির আবেদনটি খারিজ করে দেন মহামান্য হাইকোর্ট। মহামান্য সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন। মহামান্য আদালত গত ২৬ জুন সভাপতির আপিল আবেদনে নো অর্ডার দেন। এরপরও কমিটি পুনবহালে তালবাহানা শুরু করে বহু নাটকীয় ঘটনার তৈরি করলে এলাকাবাসীসহ ছাত্র-জনতা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে প্রবল চাপে ম্যানেজিং কমিটি বাধ্য হয়ে পূর্ণ বহালে সম্মত হয়ে যোগদান করান।