সুনামগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
লাল-সবুজের বাংলাদেশে বৃক্ষরোপনের বিকল্প নেই, দেশকে সবুজে আচ্ছন্ন রাখতে বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে সুনামগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১২টায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বড়ই গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্বোধন ঘোষণা করেন জেলা পুলিশ প্রধান। বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করার জন্য জেলা পুলিশের সকল ইউনিটে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাগিদ দিয়েছেন তিনি।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, উদ্বোধনী কর্মসুচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগ।
এছাড়া সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।