ইইউ প্রতিনিধিদল দল সিলেটে, একাধিক বৈঠক
জাতীয় সংসদ নির্বাচন সরাসরি এসে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এর আগে নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়ন ৭ সদস্যের একটি প্রাক-অনুসন্ধানী দল বাংলাদেশে পাঠিয়েছে। গত রোববার ভোরে দলটি ঢাকায় এসে পৌঁছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ দল বাংলাদেশে থাকবে। এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবে।
ঢাকার বাইরেও সফর করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি। এরই ধারাবাহিকতায় এই দল বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেট সফর করে। সফরকালে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি।
বৃহস্পতিবার সকালে ইইউ দলের সদস্যরা সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সকাল ১০টায় নগরভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এসময় অভ্যর্থনা জানান সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বলেন- বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটেও তাদের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। এ বিষয়ে তারা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।
সিলেট নগরভবনে বৈঠকের পর জেলা পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-অনুসন্ধানী দল।
পরে বিকাল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের সঙ্গে। প্রায় আধাঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে যান তারা। পরে বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমান।
বৈঠকে সিলেট সিটি করপোরেশনসহ সাম্প্রতিক অনুষ্ঠিত সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেটের জেলা প্রশাসক।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। তাই নির্বাচনের আগে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন সিলেটে আসা প্রাথমিক প্রতিনিধি দল। আমরা তাদের আশ্বস্ত করে জানিয়েছি, কিছুদিন আগেই আমাদের সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটেনি।
এসব বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন- নির্বাচন পর্যবেক্ষণ মিশন-২০২৩ এর ফার্স্ট পিলিটিক্যাল সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রন, নির্বাচন ও রাজনীতি বিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ান-উ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্ট্রিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন ও তানজা নাদের।