সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আম বিতরণ করলেন শাবি শিক্ষার্থী রাসেল

শাবি প্রতিনিধি :
নিজ উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশতাধিক শিশুদের মাঝে ৬০ কেজি হাড়িভাঙা আম বিতরণ করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমদ।বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ দ্বারা পরিচালিত ‘কিন স্কুল’ এ এসব শিশুরা অধ্যয়ন করেন।
শুক্রবার (১৪ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে ‘কিন’ স্কুল শিক্ষার্থীদের হাতে আম তুলে দেন রাসেল। এসময় তিনি প্রত্যেক শিশুর নিকট এক কেজির’র বেশি করে আম বিতরণ করেন।
এবিষয়ে রাসেল আহমদ বলেন, প্রত্যেক সিজনে ক্যাম্পাসে আম বিক্রি করে থাকি। সামর্থ্যবান মানুষ এসব আম কিনে নেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষ মৌসুমী ফল খাওয়া তো দূরের কথা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অনেক হিমশিম খায়। তাই এবার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনা টাকায় আম বিতরণ করার পরিকল্পনা করি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন স্কুল’ এ সমাজের অসহায় ও দরিদ্র শিশুরা পড়ালেখা করে। তাদের দেখলে আমার ছোট ভাইবোনদের কথা মনে পড়ে। আমার ভাইবোনেরা আম খেতে পারছে অথচ এসব শিশুরা বঞ্চিত হচ্ছে। তাই আমার সামর্থ্য অনুযায়ী প্রায় ৬০ কেজি আম ৫০ জনেরও অধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি।
আম বিতরণ করতে পারার অনুভূতি ব্যক্ত করে রাসেল বলেন, আম পেয়ে শিক্ষার্থীদের মুখে যে হাসি ফুটেছে সেটাই আমার ভালো লেগেছে। দরিদ্র শিশুদের মাঝে আম বিতরণ করতে পেরে অনেক তৃপ্তি পেয়েছি।
স্বেচ্ছাসেবী সংগঠন কিন’র সভাপতি মাধূর্য চাকমা কৌশিক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা ‘কিন স্কুল’র মাধ্যমে পাঠদান চালিয়ে যাচ্ছি। এসব শিক্ষার্থীদের বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে রাসেল আহমদ যে কাজ করেছেন সত্যিই প্রশংসনীয়। এসব কাজ আমাদের অনুপ্রেরণা দেয়।
সার্বিক বিষয়ে কিনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। আমি তার (রাসেল) উদ্যোগকে সাধুবাদ জানাই।