জগন্নাথপুরে গোয়ালঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুুরে গোয়ালঘর থেকে আব্দুল কাইয়ুম (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল কাইয়ুম ওই গ্রামের মৃত আব্দুল কাদির পাটোয়ারির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আব্দুল কাইয়ুম সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালঘরে গরুগুলোকে পানি খাওয়ানোর জন্য যায়। ঘন্টাখানিক পর পরিবারের সদস্যরা থাকে ডাকতে গিয়ে পান সে গোয়ালঘরের তীরর সাথে গলায় উড়না দিয়ে ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।