লতিফিয়া ক্বারি সোসাইটি গোয়াইনঘাট শাখার কাউন্সিল অনুষ্ঠিত
লতিফিয়া কারি সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার ২০২৩-২৫শেসনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫জুলাই)২টায় আঙ্গারজুর আলিম মাদ্রাসার কনফারেন্স হলে শাখা সভাপতির সভাপতিত্বে ও মাওলানা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিফ,মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, শেখ মো.আব্দুল খালিক।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা মুজিবুর রহমান সভাপতি, মাওলানা আল আমিন সাধারণ সম্পাদক ও হা.গুলজার আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ সভাপতি মাওলানা আব্দুল কাদির সিরাজী,মাওলানা নাজমুল হাসান,সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আনসার আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, অফিস সম্পাদক মাওলানা আব্দুর কাদির আল হাসান,প্রচার সম্পাদক মাওলানা শাহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক বদরুল আমিন,সদস্য মুহাম্মদ শরিফ উদ্দিন, কামাল উদ্দিন, রমজান আলী।