বিশ্বনাথের পাঁচ ইউপিতে ভোট গ্রহন কাল
সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচ ইউপিতে ভোট গ্রহন কাল ।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে এ ভোট গ্রহন। উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, দেওকলস ও বিশ্বনাথ ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে প্রায় ৮০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইতিমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন।
রোববার সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনের সকল সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, উপজেলার পাঁচটি ইউনিয়ন নির্বাচনে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন ৭৬৪ জন কর্মকর্তা। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা সর্বক্ষণ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। ৫ জন মেজিষ্ট্রেটসহ স্টাইকিং ফোর্সও দায়িত্ব পালন করবে।নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে পুলিশের পাশাপাশি র্যাব,বিজিবি,আনসারসহ চার স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
পাঁচ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।