তাহিরপুরে উপকরণ বিতরণ ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা ভিত্তিক উপকরণ বিতরণ ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার(১৬ জুলাই)দুপুরে তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড(ডাহুক) ও জেসিআই ইয়াং এর বাস্তবায়নে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে প্রকল্প প্রস্তাবনা উত্তাপন করেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের আঞ্চলিক সহযোগী ও বাস্থবায়নকারী প্রতিষ্ঠান ডাহুকের পরিচালক মোঃ মাগফি রেজা সিদ্দিক। এছাড়াও তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহীনুর তালুকদার,সাধারণ সম্পাদক আলী আবদাল খোকন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু,সাংবাদিক আবুল কাশেমসহ তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড সকল সদস্যসহ স্থানীয় এলাকাবাসী। পরে তাহিরপুর নৌ পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের লোকজনের মধ্যে ডাষ্টবিন বিতরন করা হয়।