সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র রিয়াদ আহমদ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার (১৬ জুলাই) রাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতের মামা শাহানুর রহমানের ভাষ্যমতে রিয়াদ সেদিন মোটরসাইকেল চালিয়ে রানীগঞ্জ সেতু পাড় হচ্ছিল।
হঠাৎ এক ব্যক্তি তার মোটরসাইকেলের সামনে এসে পড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে তখন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গত শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
রিয়াদ আহমদ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুর কাছের ছেলে। তিনি ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রিয়াদের নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।