কানাইঘাট কমিউনিটি ক্লাব পরিদর্শনে ইউএনও সুমন্ত ব্যানার্জি

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটের ঐতিহ্যবাহী প্রাচীনতম কমিউনিটি ক্লাবের কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। গত সোমবার বিকেল ২ টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ কমিউনিটি কার্যালয় পরিদর্শনে আসলে তাঁকে স্বাগত জানান ক্লাবের সাধারণ সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর। এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী,বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ মামুন আহমদ,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মুমিন রশীদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অসীম দেব পাপ্পু,কানাইঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নজীর উদ্দিন প্রধান সহ ক্লাব নেতৃবৃন্দ।।