তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে অতিরিক্ত ভাড়া আদায়: চালককে জরিমানা

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সিএনজিতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা রাখায় এক চালককে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। তিনি মঙ্গলবার বিকেলে উপজেলা সিএনজি ষ্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িমানা করেন। এসময় উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সাংবাদিক আবুল কাশেমসহ স্থানীয় বাসিন্দাগন উপস্থিত ছিলেন। চালকের নাম রুবেল মিয়া। তিনি সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার এলাকার বাসিন্দা। খোজ নিয়ে জানাযায়,সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে সিএনজি চালকদের সাতে বসে আলোচনার মাধ্যমে তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ মল্লিকাপুর পর্যন্ত জনপ্রতি সিএনজি ১শত টাকা ভাড়া নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। এবং অতিরিক্ত ছাড়া আদায় করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুশিয়ার করা হয়। এরপরও সিএনজি চালকগন নির্ধারিত ভাড়া ১শত টাকার স্থলে ১শত ২০ টাকা আদায় করে আসছিল। তাহিরপুর উপজেলা সহাকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান,তাহিরপুর সুনামগঞ্জ সড়কে ভাড়া নির্ধারণ করা হয়েছে এরপরও অতিরিক্ত ভাড়া করার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে এক সিএনজি চালককে জরিমানা করা সর্তক করা হয়েছে। এরপরও যদি কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আরোও কঠোর পদক্ষেপ নেয়া হবে।