১৯ রিক্সাচালকের মাঝে শাবির স্বপ্নোত্থানের রেইনকোট বিতরণ
শাবিপ্রবি প্রতিনিধি :
বৃষ্টি থেকে রক্ষার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ রিক্সাচালকদের মাঝে ১৯টি রেইনকোট বিতরণ করেছে। মঙ্গলবার (১৮ জুলাই ) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ফুডকোর্টের সামনে স্বপ্নোত্থানের নেতৃবৃন্দরা এসব রেইনকোট বিতরণ করেন।
এসময় স্বপ্নোত্থানের সহ সভাপতি সারাবান তাহুরা বর্ষা বলেন, অনেক সময় ক্যাম্পাসে অটো পাওয়া না। তখন গেলে এই রিক্সাগুলোই আমাদের একমাত্র যাতায়াতের মাধ্যম। বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের অঞ্চল গুলোর মধ্যে সিলেট অন্যতম। এই বৃষ্টিতে ভিজে অনেক রিক্সাওয়ালা মামা অসুস্থ হয়ে পড়েন ও তাদের জীবিকা নির্বাহের বিঘ্ন ঘটে । বৃষ্টিতে যেন তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা না হয়। সেজন্য স্বপ্নোত্থান তাদের জন্য রেইনকোট এর ব্যবস্থা করছে। এতে তাদের বৃষ্টি উপেক্ষা করে অর্থ উপার্জন করতে সহজ হবে।
রেইনকোট পেয়ে খুশি হয়ে রিক্সাওয়ালা সাবের আলী বলেন, অতিরিক্ত বৃষ্টির দিনে আমাদের রিক্সা চালাতে অনেক কষ্ট হয়। এই ভেজা শরীর নিয়ে সারাদিন রিক্সা চালাতে হয়। স্বপ্নোত্থানের কাছ থেকে রেইনকোট পেয়ে আমরা অনেক আনন্দিত। এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।