শাবির সিএসই সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার ( ১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নব নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ।
সিএসই সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ মাসুম, সহ-সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ পদে ওই বিভাগের অধ্যাপক ইনামুল হাসানী, সাংগঠনিক সম্পাদক পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোস্তাকিম বিল্লাহ, খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে শাহরিয়ার খালেদ, প্রচার সম্পাদক হিসেবে মুস্তাক মুজাহীদ মীম ও সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আল ফাহাদকে মনোনীত করা হয়।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন রাফিকুল আলা মাহিদ, আহমাদুল হাসান, জুবায়ের আহমেদ, মোঃ ইরতেজাউর রহমান অর্নব, গাজী মুজতবা রাফিদ, মোঃ রাশেদুল ইসলাম রাব্বি, মোঃ শুভ খান ও মোঃ আজিজুল হাকিম।