শাবিপ্রবির সিন্ডিকেট শ নির্বাচন স্থগিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিল ও নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার(১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে গত ১২ জুলাই, ২০২৩ তারিখে ঘোষিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিল ও অনিবার্য কার বশতঃ নির্বাচন স্থগিত করা হলো। প্রসঙ্গত,গত ১২ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর আগস্ট মাস শোকের মাস হওয়ায় এ নির্বাচন স্থগিত করতে গত ১৩ জুলাই রেজিস্ট্রার বরাবর চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক উদ্দিন। এরপর গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস আগস্ট মাসে এ নির্বাচন স্থগিত করতে শাবি শিক্ষক সমিতি বরাবর একটি চিঠি দেন।