তাহিরপুরে পাটলাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীর পানিতে ডুবে অন্তর পাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত অন্তর পাল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের হরিবল পালের ছেলে।
বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়িনের তেলীগাঁও গ্রামে পাশে পাটলাই নদীতে ঘটনাটি ঘটে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার জানায়, শিশুটি নিজ বাড়ির উঠানে বিকেলে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পাটলাই নদীর পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে নদীতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার জানান বিষয়টি শুনেছি তেলিগাঁও গ্রামের একটি শিশু পানিতে পড়ে মারা গেছে।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।