সাইক্লোন’র নতুন সেশনের উদ্বোধনী সভা

দৈনিকসিলেটডটকম
সমাজ ও মানুষের কল্যাণে দীর্ঘ ৪৪ বছর যাবত সাইক্লোন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মানব কল্যাণে পরিচালিত সাইক্লোনের কার্যক্রম অব্যাহত রাখতে এর সাথে সংশ্লিষ্টরা ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। একই সাথে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ’র ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদের উদ্বোধনী সভায় বক্তারা একথা বলেন। নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারের সিলেট এক্সপ্রেস মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত নবনির্বাচিত কার্যকরী পরিষদের উদ্বোধনী সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন।
উদ্বোধনী সভায় সাইক্লোনের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়াল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।
সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অংশ নেন পরেশ চন্দ্র দেবনাথ, বেলাল আহমদ চৌধুরী, সালেহ খসরু, আলেয়া রহমান, সেনুয়ারা আক্তার চিনু, কামাল আহমদ, তাসলিমা খানম বীথি, ইফতেখার শামীম ও বিমান বিহারী বিশ্বাস প্রমুখ।
এদিকে উদ্বোধনী সভা পরবর্তীতে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ২৪৮তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কবি সেনুয়ারা আক্তার চিনু। গল্পকার তাসলিমা খানম বিথীর পরিচালনায় উপস্থিত সদস্যবৃন্দ নিজেদের মৌলিক লেখা পাঠ করেন।