তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা
মুজিবশতবর্ষে আশ্রায়ন দুই প্রকল্পের আওতায় ভূমিহীন ক শ্রেণী পরিবার পূনঃবাসনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার যৌথ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কর্নফারেন্স রোমে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান উদ দোলা,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।