তাহিরপুরে বীরজয় লক্ষী ধুতমা স্কুলে ম্যানেজিং কমিটি সভাপতি তোফাজ্জল

মেহেদী হাসান ভুঁইয়া, তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে বীরজয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন। বুধবার (১৯ জুলাই) দুপুরে সদর ইউনিয়ন বীরনগর গ্রামে বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন তালুকদার নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি পদে আনারস প্রতীকে ৮ ভোট পেয়ে নির্বাচিত হয় মোঃ তোফাজ্জল হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম ছাতা প্রতীকে ২ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক তাহিরপুর উপজেলা পরিষদে আসলে উপস্থিত সকলসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল মোঃ তোফাজ্জল হোসেনকে অভিনন্দন জানান এবং মানসম্মত শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য তাকে অনুপ্রাণিত করেন।
ম্যানেজিং কমিটি সভাপতি শুভেচ্ছা জানিয়ে উপজেলার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘটনের নেতৃবৃন্দসহ শুভাখাংকীগন।
সভাপতি নির্বাচন হয়ে এক প্রতিক্রিয়া তোফাজ্জল হোসেন জানান,আমি বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নে সবোচ্ছ চেষ্টা করব সকল শিক্ষক,অভিভাবকসহ সকলের সহযোগী নিয়ে। আশা করি সবাই আমার পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন।