তাহিরপুরে থানা পুলিশের ওপেন হাউজ ডে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ৩টায় তাহিরপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে তে সভাপতিত্ব করেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন।
উপ পরিদর্শক মোঃ আরপিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল শাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, দক্ষিণ বড়দল ইউপি সদস্য জুয়েল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য পলাশ মিয়া, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সাধারণ সম্পাদক রেবা আক্তারসহ সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এসময় উপজেলা স্থানীয় বাসিন্দা, গন্যমান্য ব্যক্তিগনসহ সচেতন মহল উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে তে মাদক,চোরাচালান,নারী নির্যাতন,বাল্য বিবাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়।
সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল শাহিদুর রহমান বলেন,পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তাই পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু মনে করে তথ্য দিয়ে সহযোগিতা করে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষায় এগিয়ে আসুন। সঠিক সেবা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক নিমূলে পাশে থাকুন তথ্য দিন।