লালাখাল সিমান্ত বিএসএফের গুলিতে নিহত ১
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিএসএফের গুলিতে রুবেল নামক এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। জানা যায় প্রতিদিনের ন্যায় ভারতের তেলেন্জি নামক স্হানে ১৩০১ পিরারের কাছে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গিয়ে নৌকা নিয়ে কয়েক জন যুবক পাথর কুড়াতে থাকে ভারতীয় সিমান্ত বাহিনী তাদের টের পেয়ে দাওয়া করে এলোপাতাড়ি ছুর্ররা গুলি বর্ষন করে।
এতে রুবেল আহমদ (২২) পিতা ইসমাইল আলি নয়াগ্রামের এই যুবক আহত হয়। হাসপাতাল নেওয়ার পথে তাহার মৃত্যু হয়।এই ঘটনায় মাসুম আহমদ পিতা উসমান আলি গ্রাম কালন্জিবাড়ি, সহ আরো একজন আহত হয়।
এ ব্যাপারে লালাখাল বিজিবি সাথে কথা বলতে চাইলে তাদের ফোন রিসিব করেননি। জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন একজনে মৃত্যুর খবর পেয়েছি।তাহাকে ওসমানি হাসপাতালে ময়না তদন্তে পাটানো হয়েছে।