ভোলাগঞ্জ মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

মোঃ শরীফ আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট থানাধীন পিয়ানগুল উচ্চ বিদ্যালয়ের পাশেই সুন্দ্রাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মোঃ কালন মিয়া (৩০) ও কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), ঢাকা পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার এলাকার তাহের (৪৫) ও কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০), উত্তর টুকেরগাঁওয়ের রিতা আক্তার (১৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি গ্রামের একাব্বর আলী (৬৫) ও কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও নারীসহ মোট ৬যাত্রী নিহত হন। গুরুতর আহত এক অটোরিকশাযাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনিও মারা যান।
এদিকে, এ দুর্ঘটনায় মাইক্রোবাসে চালকসহ ১৪ জন ছিলেন। মাইক্রোবাসের ড্রাইবার গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এছাড়াও মাইক্রোবাসের অপর ১৩ জন যাত্রীর মধ্যে ৪ জন আহত হয়েছেন তারাও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকেই ঝুকিমুক্ত আছেন৷ অপর ৯ জন যাত্রী সম্পূর্ণ সুস্থ আছেন৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, নিহত ৭ জনের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।