সিলেটের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করুন: পররাষ্ট্রমন্ত্রী
দৈনিকসিলেটডটকম
সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত গতিতে শেষ করতে প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
বৃহস্পতিবার (২০ জুলাই ) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, সিলেট-১ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বাস্তবায়নকারী সরকারি বিভাগগুলোর প্রতিনিধিদের কাছে জানতে চান। এসময় প্রকল্প বাস্তবায়নকারী সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ পর্যায়ক্রমে প্রকল্পের সার্বিক অবস্থা তুলে ধরেন। এগুলোর মধ্যে ঢাকা-সিলেট ৬ লেনের কাজের অগ্রগতি, সিলেট-তামাবিল ৬ লেনের কাজের অগ্রগতি, কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে ৪-লেনে উন্নীতকরণ, ওসমানী বিমানবন্দর থেকে চৌকিদিঘী রাস্তা ৪ লেনে উন্নীতকরণ, সিলেট-তামাবিল ৬ লেনের কাজের অগ্রগতি, সিলেট শহরকে যানজট মুক্ত করতে রিং রোড স্থাপন পরিকল্পনা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প, সুরমা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্প, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল নির্মাণ প্রকল্পসহ সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ সময় প্রকল্প বাস্তবায়নের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন এবং জনগণের দুর্ভোগ লাঘবের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন দেরি হলে একদিকে জনগণের দুর্ভোগ বাড়ে অন্যদিকে প্রকল্প ব্যয় বেড়ে যায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল-কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
এছাড়া মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।