সিলেটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫১৩ (পাঁচশত তের) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত সাব সোয়া মিয়া, মাতা- রেনু বেগম, সাং- দেয়ারাই, ডাক- আছিরগঞ্জ বাজার, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ক্রয় করে সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিযে আসে।
আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।