টাংগুয়ার হাওরে বিদ্যুতের শর্ট খেয়ে পর্যটক পানিতে পড়ে নিখোঁজ

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারসংলগ্ন তরং গ্রামের পেছনে এই ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পর্যটকরা ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আবু জাহান তালুকদার জানান, ওই পর্যটকরা টাংগুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ট্যাকেরঘাটে রাতযাপনের জন্য যাচ্ছিলেন তারা। এ সময় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন আহত হয়। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আরও একজন নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খরব দেওয়া হয়েছে তারাও আসছে।