জৈন্তাপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দৈনিকসিলেটডটকম
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু তিনপাড়া এলাকার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় সিলেট তামাবিল জাফলং মহাসড়কের করিচের ব্রীজ এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
ফতেহপুর ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল কাহির সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত জনপদের মানুষ আমরা ‘ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। গ্রাম পাচ্ছে শহরের ছোয়া অথচ অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। রাস্তা সংস্কার করা হয় নাই। আমাদের ফতেপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের আওতাধীন ৭ টি গ্রামের ২০ হাজার মানুষ দীর্ঘ ২০ বৎসর যাবত চরম পর্যায়ে জনদুর্ভোগে রয়েছেন। সামান্য বৃষ্টি হওয়ায় মাত্রই রাস্তাটি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে ২ কিলোমিটার দুরত্ব রাস্তাটি একেবারেই ব্যবহার অনুপযোগী হওয়ায় অত্যান্ত ঝুকি নিয়ে নৌকা দিয়ে বিকল্প পথে সাধারণ মানুষসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়াত করতে হয়। রাস্তাটির কাজের আবেদন নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা সহ সরকারি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও কোন উন্নয়ন হয়নি।’
বক্তারা আরো বলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছে বার বার আবেদনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প দিয়ে রাস্তা মেরামত হলেও স্থায়ী কোন সমাধান হয়নি। হেমু তিনপাড়া রাস্তাটি সংস্কারের দাবী জানান এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাবেক মেম্বার আব্দুল হক, লন্ডন প্রবাসী আবদুল খালিক, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, শিক্ষানুরাগী ফখরুল ইসলাম, ইউপি সদস্য ফারুক আহমেদ, আব্দুল মুতল্লিব, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হোসেন, ২নং ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন, সমাজ সেবক সুবেদ আলী সুবই, সেলিম আহমদ, বাহারুল আলম বাহার, সেলিম মহরি, তোতা মিয়া, আজির উদ্দিন, মুহিবুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সাবেক ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কাসেম আলী, সাবেক যুগ্ম আহবায়ক মুরাদ হাসান, আল আমীন, ইয়ামিন, নুরুল আলম, উপদেষ্টা সমছুর উদ্দিন, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজ উদ্দিন, ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি কামরুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক মনিরুরজামান মনির, বর্তমান সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পলক।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ এলাকার বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন।