পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শাহ মীরাজী (র.) মসজিদ-মাদ্রাসা এখন দানের টাকা পাচ্ছে

দৈনিকসিলেটডটকম
নগরীর শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত হযরত শাহ মীরাজী (র.) এর মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মসজিদ মাদ্রাসা এবং এতিমখানা।
মাজার জিয়ারত শেষে প্রতিদিন দান বক্সে ভক্তরা টাকা পয়সা দিয়ে যেতেন। আর এই টাকা চলে যেত সিলেটের জেলা প্রশাসকের এলআর ফান্ডে ।
মাজারে লোকেরা যে অনুদান দেয় তা সংগ্রহের জন্য মসজিদ চত্বরের কাছে একটি পুলিশ চৌকিও তৈরি করা হয়েছিল।
সম্প্রতি সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সেখানে নামাজ পড়তে গেলে স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাঁর কাছে তোলে ধরেন। তারা জানান, মসজিদ ও এতিমখানা আর্থিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে। জেলা প্রশাসন দানের টাকা নিয়ে যাওয়াতে তারা তাদের ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বসহকারে নিয়ে তাৎক্ষনিকভাবে সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলেন। ফলে জেলা প্রশাসক সেই পুলিশ শেডটি ভেঙ্গে ফেলে মসজিদ কর্তৃপক্ষকে অনুদান সংগ্রহের অনুমতি প্রদান করেন।