অটোরিকশা চুরি করে পালানোর সময় গ্যাস শেষ, অতঃপর…
দৈনিকসিলেট ডেস্ক :
ফেনীর সোনাগাজীতে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় গ্যাস শেষ হয়ে যায়। এতে ধরা পড়েন চোর সিন্ডিকেটের এক সদস্য। শুক্রবার উপজেলা চরছান্দিয়া ইউনিয়নের রহমতপুর ফোরকানিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাঈন উদ্দিন (৫০) সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের খোয়ালিয়া দায়ী বাড়ীর পাশ্ববর্তী চৌধুরী বাড়ীর মৃত আবুল খায়েরের ছেলে
মডেল থানার এএসআই আমির হোসেন বলেন, ৬নং চরছান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড উজি আলী সারেং বাড়ি থেকে গতকাল রাতে অটোরিকশা চুরি করে সোনাগাজী অভিমুখে যাচ্ছিল চোর চক্রের সদস্যরা। তারা চুরি করা অটোরিকশা চালিয়ে নিয়ে চরছান্দিয়া রহমতপুর ফোরকানিয়া মাদ্রাসা পযন্ত গেলে পথেই গ্যাস শেষ হয়ে আটকা পড়ে।
পরে চোরচক্রের সদস্যরা অন্য আরেকটি অটোরিকশার পিছনে বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যায় এবং চোর একজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এ সময় তারা গাড়িটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকারও করে।
এছাড়া চুরির কাজে জড়িত জাহেদ হোসেন (২৫), দুলাল (৩৫), ফারুক (৩২) কয়েকজন সহযোগীর নাম স্বীকার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন বলেন, সিএনজির মালিক আব্দুর রহিম বাদী হয়ে সোনাগাজী মডেল থানা মামলা দায়ের করেছেন।