সিলেটে স্ত্রী খুনের ঘটনায় ‘ঘাতক’ স্বামী গ্রেফতার
সিলেটে স্ত্রী খুনের ঘটনায় অভিযুক্ত ‘ঘাতক’ স্বামী বিশ্বজিৎ দেব নাথ (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুলাই ) রাত সাড়ে ৯টায় জাকারিয়া সিটি পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।’
এর আগে শুক্রবার (২১ জুলাই) বেলা দুইটার দিকে নগরীর শাহপরান মেজরটিলা নাথপাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে শিমলা রাণী নাথ (২১) খুন হন। শিমলা নগরীর ৩২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার নিপেন্দ্র নাথের মেয়ে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিশ্বজিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা ও বর্তমানে তিনি মেজরটিলা এলাকার নুরপুর রাস্তার পাশের বিয়ানী হাউসের বসবাস করছিলেন।